মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

তাহিরপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : ১০/০৭/২০২৪ ০৭:৩১:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
31

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দ্বিতীয় দফার আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।


বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও সুলেমানপুর বাজারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।


এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, ইউপি সদস্য মিয়া হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক প্রমুখ।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি