এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় বৃষ্টি এলে ছাতাসহ কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শফিউল হক বলেন, কোটা প্রথা নিপাত হয়ে দেশের মেধাবীরা তাদের যোগ্যতার বিনিময়ে চাকরীতে নিজের জায়গা অর্জন করার ফলেই আদর্শ দেশ গড়া সম্ভব। আমাদের এই আন্দোলন সর্বাত্মক ভাবে মেধাবীদের দাবী আদায়ের আন্দোলন।
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো-সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংষ্কার করতে হবে।