বিয়ের ১৮ দিন পর গোলাপগঞ্জের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নববধূর নাম তানজিনা ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী এবং একই উপজেলার বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন বিয়ে হয়েছিল তানজিনার। এরপর থেকেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়।
মঙ্গলবার সকালে শ্বশুরবাড়িতে তানজিনার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে।
তার স্বামীর পরিবারের দাবি, ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। আর তার পিতৃপক্ষের অভিযোগ, তানজিনাকে হত্যা করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মাছুদুল আমিন জানিয়েছেন, তানজিনার স্বামী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তানজিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।