শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:০১ অপরাহ্ন
এইচএসসি ও সমমানের পরীক্ষা

বন্যাক্রান্ত সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৭২৩ জন

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৪ ১৯:৫২:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : মোঃ আজমল আলী
Share
42

সিলেটে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৭২৩ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।


সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৮৫৬ জন। অনুপস্থিত ছিল৭২৩ জন। যা শতাংশের হিসেবে ১ দশমিক ০২ শতাংশ।


বন্যার মধ্যে পরীক্ষা নিয়ে অভিভাবকরা বলছেন-পরীক্ষা আরও পিছিয়ে নেওয়ার জন্য। তারা শিক্ষামন্ত্রীসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সিলেটের বিভিন্ন নিচু এলাকায় এখনো হাঁটু সমান ও কোমর সমান পানি রয়েছে। এতে করে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসা দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া অনেক শিক্ষার্থী তাদের পরিবারের লোকজন শহরে হোটেল ভাড়া নিয়ে শুধু মাত্র পরীক্ষার জন্য অবস্থান নিয়েছেন।


এদিকে, মহানগরীতে পরীক্ষা চলাকালীন সময়ে এক মাস পরীক্ষা কেন্দ্রের আশপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.জাকির হোসেন খাঁন পিপিএম।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) ও আলিম পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করে আরও বলা হয়, ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।


এসএমপির আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে-সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিরাজুল ইসলাম আলিয়া মাদ্রাসা, মদন মোহন কলেজ (তারাপুর ক্যাম্পাস), আম্বরখানা গালর্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, শাহপরাণ সরকারি কলেজ, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, রেবতী রমন উচ্চ বিদ্যালয়, ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর ডিগ্রি কলেজ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি