বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাচঁজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসকন সিলেটের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মহারাজ বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন শোকাবহ সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। আগামী দিনগুলোতে সব ধর্মীয় আচার অনুষ্ঠানে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
মহারাজ নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত রবিবার (৭জুলাই) বিকালে প্রতিবছরের মত বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। হাজার-হাজার মানুষ এতে অংশ নেন। রথটি সেউজগাড়ী আমতলা মোড়ে এলে এর চুড়া বৈদ্যুতিক তারে লেগে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে। আর আহতদের অধিকাংশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।