মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

জৈন্তাপুর বসতঘরে অগ্নিসংযোগ হামলার ঘটনায় মামলা

  • প্রকাশের সময় : ০৬/০৭/২০২৪ ০৭:৩২:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
128

সিলেটের জৈন্তাপুরে শুক্রবার সংগঠিত হামলার ঘটনায় ৩৪ জানের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উমনপুর গ্রামের মো. সিদ্দেক আলীর ছেলে মো. তাহের আলী। শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল আসামিদের বাড়িতে তল্লাশি করেন ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


মামলা সূত্রে জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তা মাঈনুল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির উমনপুর গ্রামে হামলা করে। এই ঘটনায় নারী শিশুসহ ১৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 


ঘটনার প্রেক্ষিতে উমনপুর গ্রামের মো. সিদ্দেক আলীর ছেলে মো. তাহের আলী বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


হামলার শিকার পরিবার সূত্রে জানা যায়, দুটি বসতঘরে অগ্নি সংযোগ ও তিনটি ঘরে ভাংচুর করা হয়েছে। এঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাদের দাবি। 


অপরদিকে হামলা, অগ্নিসংযোগ এর ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ একাধিক বার ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের একাধিক সদস্য মোতায়ন করা হয়েছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হামলার ঘটনার একটি মামলা রেকর্ড করা হয়েছে। হামলার ঘটনার রহস্য এবং ক্ষয়ক্ষতি জানতে পুলিশ বার বার ঘটনাস্থল পরিদর্শন করছে। পাশাপাশি আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি