রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৬/০৭/২০২৪ ১১:১৮:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ব্যারিস্টার সুমনকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে সংবাদ সম্মেলন।
Share
33

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রাণনাশের হুমকির ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা।


শুক্রবার (৫ জুলাই) বিকেলে চুনারুঘাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমপি সুমনের পাবলিক রিলেশন অফিসার ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সুহেল আরমান।


এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মো.জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি মো.কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে আরমান বলেন, ব্যারিস্টার সুমন এমপি হওয়ার আগেই এলাকার তথা দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেছেন।

তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্পসমূহ বাস্তবায়ন হবে এই অল্প দিনে তা অনেকটা ঈর্ষনীয় বটে এবং আগামী পাঁচ বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই চুনারুঘাট-মাধবপুরের জনগণ অনুভব করতে পেরেছেন। এলাকার মানুষের সৌভাগ্য যে, আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাই তার শত্রু হবে অবশ্যই দুর্নীতিবাজরা এবং অন্যায়কারীরা। তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা, বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায়?


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, একজন কিশোরের স্বপ্ন, তরুণদের প্রেরণা, যুবকদের অহংকার, মধ্যবয়সীদের অক্সিজেন আর বয়স্কদের আস্থার জায়গা। তাকে থামিয়ে দেওয়া মানে একটি জনপদকে হাজার বছর পিছিয়ে দেওয়া।


দীর্ঘদিনের ত্যাগ, চেষ্টা, আর লাখ লাখ মানুষের ভালোবাসায় যে ব্যারিস্টার সুমনের জাগরণ ঘটেছে, তাকে থামিয়ে দেওয়া সহজ নয়। তাকে হত্যার পরিকল্পনার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানান এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা। তারা মূলত এমপির নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।


উল্লেখ্য, গত ২৭ জুন এমপি সুমনকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর ২৯ জুন তিনি শেরে-বাংলানগর থানায় একটি জিডি করেন।


কিন্তু ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হুমকিদাতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি