রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

কলকাতা ছেয়ে গেছে শাকিবের ছবিতে!

  • প্রকাশের সময় : ০৪/০৭/২০২৪ ০৩:০৬:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
29

দেশে ঝড় তুলেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। গেল ২৮ জুন এটি মুক্তি পায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে। আর আগামীকাল শুক্রবার ‘তুফান’ মুক্তি পাচ্ছে ভারতেও।


তারই প্রচারণায় কলকাতায় পৌছে গেছে ‘তুফান’ টিম। সঙ্গে আছেন শাকিব খান। এখন চলছে জোরেশোরে প্রচারণা। আর কলকাতার বড় বড় বিলবোর্ড ও মেট্রোরেলেও দেখা মিলেছে সিনেমাটির পোস্টার। বলা যায়, পুরো শহরজুড়ে এখন শাকিবের পোস্টার আর বিলবোর্ড!


সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের মতো সেখানেও ‘তুফান’র সাফল্য ধরে রাখার জন্য কোনো কমতি রাখছেন না তারা।


এদিকে, বাংলাদেশে তুফানের অভূতপূর্ব সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে সে কথাই বলছেন বারবার। তবে বলিউড-তামিল সিনেমার দাপটের কাছে ‘তুফান’ কতটা টিকতে পারবে, সে নিয়েও কথা উঠেছে।


উল্লেখ্য, গেল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় ‘তুফান’। শাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি