মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

শূন্যতার শাসন দুচোখের পৃথিবীতে

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৪ ১০:৪৬:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
62

মো: আবদুস সালাম ফরায়জী 


নির্বাসনে কেটে যাচ্ছে একটা জীবন

শৈশব-কৈশোরের সাঁকো পেরিয়ে যৌবনে 

স্মৃতির আয়নায় ফিরে দেখি কেউ-ই নেই

ছিল যারা হৃদয় জুড়ে, তারা সব চলে গেছে চিরগন্তব্যের ঘরে। 



একটা জীবন কেটে যাচ্ছে গভীর নির্বাসনে 

এ জীবন একাকিত্বের, এ জীবন অবিরাম সংঘাতের  

আমি জানি শূন্যতার মানে-

শূন্যতার শাসন এ দুচোখের সমগ্র পৃথিবীতে।



সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি