মো: আবদুস সালাম ফরায়জী
নির্বাসনে কেটে যাচ্ছে একটা জীবন
শৈশব-কৈশোরের সাঁকো পেরিয়ে যৌবনে
স্মৃতির আয়নায় ফিরে দেখি কেউ-ই নেই
ছিল যারা হৃদয় জুড়ে, তারা সব চলে গেছে চিরগন্তব্যের ঘরে।
একটা জীবন কেটে যাচ্ছে গভীর নির্বাসনে
এ জীবন একাকিত্বের, এ জীবন অবিরাম সংঘাতের
আমি জানি শূন্যতার মানে-
শূন্যতার শাসন এ দুচোখের সমগ্র পৃথিবীতে।