সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টে ঘুরতে এসে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে। রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটে ৪ পর্যটক ঘুরতে আসেন। মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে ৪ জন পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে নামেন। এসময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান।
অপর ৩ পর্যটক সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
নিখোঁজ কিশোর সিলেটের বাগবাড়ী এলাকার শাহজাহান আলীর পুত্র শামীম আহমদ (১৬)। এ রিপোর্ট লেখার সময় (রাত সোয়া ৮টা) পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
সরোজিনীনে ঘটনাস্থলে গেলে জানা যায়, ৪ বন্ধু আজ শুক্রবার বিকেলে সিলেট শহর থেকে বাইসাইকেল নিয়ে মটরঘাটে ঘুরতে আসেন। সিঁড়ির উপর এসে ৪ বন্ধু চেঙ্গের খাল নদীতে গোসল করতে নামেন।
গোসলে নামার আগে নিখোঁজ শামীম জানায়, সে সাঁতার জানে, কিন্তু গোসল করতে নদীতে নামলে সে সাথে সাথে স্রোতে তলিয়ে যায়।
এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।