ডা : এ টি রেজা আহমদ
জীবন নদী সাদা কালো
উজান ভাটির খেলা
ভর যৌবনে সুরমা নদী
পড়ন্ত বিকেল বেলা।
নদীর পানি উথাল পাতাল
ঢেউয়ের পর ঢেউ
নৌকা দুলে ওই যে দূরে
ডাকছে পাড়ে কেউ।
মনিপুর থেকে বরাক নাম এ
আসাম পাড়ি দিয়ে
সিলেট এ ঢুকে পরে
প্রবল গতি নিয়ে।
কুশিয়ারার সাথে মিশে গিয়ে
কালনী নাম এ তবে
কিশোরগঞ্জের ভৈরবে
মেঘনায় মিশে যবে।
ভারত এ জন্ম নিয়ে
বঙ্গোপসাগরে সলিল সমাধি
এভাবেই বইছে নদী
আজও নিরবধি।