প্রেম যমুনায়
সাঁতার কাটো
এক সাথে;
হয়না তো প্রেম
হয়না তো শেষ
এক রাতে।
মনের মানুষ
খুঁজে পাওয়া
ভীষণ দায়;
খুঁজো তুমি
একলা বসে
নিরালায়।
পাইলে কইও
তারে;
দেখা করে যেনো
অভিসারে।
প্রেম যমুনায়
সাঁতার কাটো
এক সাথে;
হয়না তো প্রেম
হয়না তো শেষ
এক রাতে।
মনের মানুষ
খুঁজে পাওয়া
ভীষণ দায়;
খুঁজো তুমি
একলা বসে
নিরালায়।
পাইলে কইও
তারে;
দেখা করে যেনো
অভিসারে।