পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি স্বপন শিকদারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ৪শতাধিক পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫জুন) দুপুরে সত্তিশ হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে পৌর এলাকার চরচন্ডি, মিয়াজনেরগাও, দূর্য্যাকাপন, হাবড়া রমজানপুর ও সত্তিশ গ্রামের ৪ শতাধিক পরিবারের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। ঈদের উপহার পেয়ে খুশি হয়ে দোয়া করেন সুবিধাভোগীরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, স্থানীয় সমাজসেবক ক্বারী আঙ্গুর মিয়া, নুরুল ইসলাম, তরুণ সংগঠক সাইদুর রহমান, সাইফুল শিকদার, সবুজ আহমদ সাগর, ইমন আহমদ, জিল্লুর রহমান, কামরুল শিকদার, আতিকুর রহমান, জুবায়ের শিকদার প্রমুখ।