সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় পানিতে ডু.বে দুই শিশুর মৃ.ত্যু

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৪ ১২:৩৮:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পৃথীমপাশা রাজার দীঘিতে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা আক্তার (৬) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা বেগম (৪)।


জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে রাজার দীঘির পারে তারা খেলা করছিলো। হঠাৎ একজন পানিতে পড়ে গেলে অপর জন তাকে তোলার জন্য নেমে গেলে দুই শিশু দীঘির গভীরে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করলে দীঘির পাশে তাদের জুতা দেখতে পান। এরপর তারা পানিতে নেমে খোঁজ করলে শিশু দুটির লাশ তারা দীঘি থেকে উদ্ধার করেন।


বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন।


এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি