স্বপ্ন ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 'একমুঠো ভালোবাসা' প্রজেক্টের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৫০টি পরিবারকে মুষ্টির চাল ও খাদ্যদ্রব্য প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল তিনটা থেকে উপজেলার রানাপি ইউনিয়নের তহিপুর গ্রামে এ কার্যক্রম সম্পন্ন হয়।
খাদ্যদ্রব্যের প্রতিটি প্যাকেটে ছিল- ৫ কেজি চাউল, ১ লিটার সয়াবিন, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুর ডাল ও ২ কেজি আলু। ইতোমধ্যে ১১টি জায়গায় সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বাংলাদেশের দায়িত্বশীল হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য রোকন খান, ফিদা হাসান, উবায়দুল হক বাদল, রাসেল আহমদ ও তহিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব পারভেজ আহমদ প্রমুখ।
স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে, শহরের বিভিন্ন বাসা-বাড়িতে মুষ্টির চাউল সংগ্রহের পাত্র রেখে প্রতিমাসে মুষ্টির চাউল সংগ্রহ করা এবং তালিকা সংগ্রহ করে তা অভাবগ্রস্থ পরিবারসমূহের মধ্যে বিতরণ করার পদ্ধতি চালু করে দেশি-প্রবাসী ও বিদেশীদের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ছিল তাদের একাদশ খাদ্যবিতরণ কর্মসূচি। তারা এ কাজ চালিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।