মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

সিলেটে নগরীতে খালের পানিতে প্রাণ গেলো শি শু র

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৪ ০৪:৩৭:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রতীকী ছবি
Share
34

সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা খালের পানির স্রোতে ভেসে গিয়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ইঙ্গোলাল রোডে গাবিয়ার খালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশুর নাম আরাব আহমদ। তিনি স্থানীয় বাসিন্দা সাবের আহমদের ছেলে। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী।


স্থানীয় সূত্র জানায়, সিলেটে সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিতে কুয়ারপাড়েও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুয়ারপাড়ের বাসিন্দা সাবের আহমদের ঘরের সামনেই জমে যায় হাটু সমান পানি। সবার অগোচরে সাবেরের ২ বছরের একমাত্র সন্তান আরাব ঘরের সামনে পানিতে খেলতে নেমে যায়। এসময় পাশ দিয়ে বয়ে যাওয়া গাবিয়ার খালের তীব্র স্রোত তাকে টেনে নেয়। কিছুক্ষণ পর আরাবের খোঁজে বের হলে তাকে পাওয়া যায় না। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানির স্রোতের ভাটির দিকে আরাবের দেহ ভাসতে দেখা যায়।


এসময় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাযে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি