মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোমেন

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৪ ০৩:২৭:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত ছবি
Share
25

ঢাকার সিএমএইচে দুইদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।


বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকাস্থ বাসায় ফিরেন তিনি।


এ তথ্যটি নিশ্চিত করেছেন ড.মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল।


তিনি জানান, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি এখন সুস্থ রয়েছেন।


 এর আগে গত মঙ্গলবার (১১ জুন) সিলেট সদর উপজেলায় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেনক।


প্রথমে তাকে সিলেট সিএমএইচে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি