মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

সিলেটে আলোচিত চিনিকাণ্ডে একজন গ্রে.ফ.তা.র

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৪ ১২:৫২:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
60

সিলেটে আলোচিত ১৪ ট্রাক ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় মো. মনসুর আলী (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (১২ জুন) এসআই মো. আসাদুজ্জামান অভিযান এয়ারপোর্ট থানার রংগীটিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মনসুর রংগীটিলা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।


পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।


এরআগে বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়। এসময় গাড়ি থেকে নেমে চোরাকারবারীরা দৌঁড়ে পালিয়ে যায়। জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।


পরে শুক্রবার ( ৭ জুন) সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা (নং ৫/৮৪) দায়ের করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি