মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

বালাগঞ্জে তিন লক্ষ টাকার অ.বৈ.ধ জাল পু.ড়ি.য়ে ধ্বং.স

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৪ ১২:০৪:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

সিলেটের বালাগঞ্জ উপজেলার গুড়াপুর হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


হাওড় অঞ্চলে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১২ জুন) উপজেলা জ্যেষ্ঠ মৎস্য দপ্তরের বাস্তবায়নে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), মশারী (কাপড়ী) জাল, কারেন্ট জাল জব্দ করে উৎসুক জনতার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক (অ:দা:) উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সদস্য রজত চন্দ্র দাস ভূলন, কোষাধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, বালাগঞ্জ সদর ইউনিয়নের গুড়াপুর হাওর ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ জাল গুলো জব্দ করে জনসম্মুখে পুড়ে বিনষ্ট করা হয়। অবৈধ জাল দিয়ে ছোট মাছের পোনা ও মা মাছ ধরে ফেললে মাছের সংকট এবং আমিষের ঘাটতি দেখা দিবে। পরিশেষে সবাইকে মা মাছ ও ছোট পোনা মাছ না ধরার আহ্বান জানান তিনি।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি