শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

সাইক্লোনের স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৪ ১১:৩৮:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
41

বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান বলেছেন, জীবন বড় নাকি ছোট সেটি বড় কথা নয়। জীবনের পূর্ণতা হচ্ছে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকার স্বার্থকতা। কম সময়ের একটি জীবনে কবি নাজমুল ইসলাম মকবুল অনেক ভালো কাজ সম্পাদন করেছেন। তিনি একজন ভালো সংগঠক ছিলেন। তার লেখা আনন্দ দিতো। বিশেষ করে সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা ‘আমরার ঘরের তাইন’ ইত্যাদি সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। আমাদের প্রত্যেক লেখককে পরিশ্রমী ও নিজেদের লেখার প্রতি যত্নশীল হতে হবে।


সোমবার (১০জুন) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সাইক্লোনের ২৮৫তম সাহিত্য আসরে কবি সংগঠক গীতিকার নাজমুল ইসলাম মকবুল’র স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, দৈনিক শুভ প্রতিদিন-এর বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক ইসরাক জাহান জেলী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. আব্দুল মজিদ, গল্পকার সেলিম আউয়াল, কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, কবি ইছমত হানিফা চৌধুরী প্রমুখ।


কবি কামাল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন, কবি ছয়ফুল আলম পারুল, কুবাদ বখত চৌধুরী রুবেল, মোহাম্মদ শরিফ আহমদ ও সাজিদুর রহমান। সভাশেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল কাদের তাপাদার।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি