শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি আরও ৪০ পরিবার

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৪ ০৪:০৩:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
52

সিলেটের গোয়াইনঘাটে সরকারের প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ৪০টি পরিবার।  বিনা মূল্যে জমিসহ ঘর পেয়ে আনন্দে আত্মহারা এসব অসহায় পরিবারের সদস্যরা। পরিবারের মাথা গুজার ঠাই হওয়াতে তারা কৃতজ্ঞতা জানিয়েছে সরকার ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। 


মঙ্গলবার সকাল সারে এগারোটায় গণ ভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সারা দেশের নির্মিত ঘরগুলোর সাথে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪০টি উপহারের ঘরও উদ্বোধন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষেও চলে আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে প্রশাসন,পুলিশ, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সমুহের পদস্থ অফিসার ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 


এসময় উপকারভোগীদের মাঝে দলিলসহ উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়। 


গোয়াইনঘাটের আনাচে কানাচে আজকের হস্তান্তর পর্যন্ত সময়ে সরকারের প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন মোট ১১৪১জন। সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বর্তমান সংসদ সদস্য  ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় হতদরিদ্রদের মধ্যে এসব উপহারের ঘর বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শীর্ষেন্দু পুরকায়স্থ। 


উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন,গোয়াইনঘাট সরকারি কলেজ অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আসলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল হক, পূর্ব আলীরগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসার শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।



সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি