সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়কলস ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাছিত সুজন।
এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর মজুমদার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মানিক লাল চক্রবর্তী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার, জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, সহকারি শিক্ষক সজিব চন্দ্র দাস, মুন্না রানী দে ও রনব্রত চৌধুরীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট শেষে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।