মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে ‘যুদ্ধ’ ঘোষণা করতে হবে : বদরুল ইসলাম

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৪ ০১:৩২:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, দক্ষিণ সুরমার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে এ এলাকার প্রত্যেকটি নদ-নদী ও খাল-নালা সংস্কারে আমাদের এখনই ‘যুদ্ধ’ ঘোষণা করতে হবে। ভরাট, জবরদখল ও পলি পড়ে ক্ষীণ হয়ে যাওয়া বা বিলুপ্ত জলপথ উদ্ধার করে আমাদের পুনঃখনন করার উদ্যোগ নিতে হবে।


তিনি বলেন, সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ গোটা দক্ষিণ সুরমা এলাকার জনগণ অনাহূত পানির সাথে অনবরত লড়াই করে চলেছেন। বিগত সময়েও আমি বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে এ অবস্থার পরিবর্তনে সোচ্চার ছিলাম। আর এখন যেহেতু জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, তাই আমি আমার অবস্থান থেকে উপজেলা তথা এলাকাবাসীর কল্যাণে পদক্ষেপ নিতে সাধ্য অনুযায়ী সচেষ্ট হবো।


এলাকাবাসীর দাবির মুখে তিনি দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে ‘সদর দক্ষিণ’ নামকরণে উদ্যোগী ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র এডহক কমিটির এক প্রতিনিধি দল রোববার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করতে গেলে তিনি তাঁদের উদ্দেশ্যে এসব কথা বলেন।


প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এডহক কমিটির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান, সিনিয়র সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, মোঃ নজরুল হোসেন, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া সেলিম আহমদ সেমিম, নুরুল ইসলাম সুমন, মোঃ ছয়েফ খান, আব্দুল ওয়াহিদ, দিলওয়ার হোসেন রানা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইমরান আহমদ, খলিল মিয়া প্রমুখ।


শুরুতে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি