শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন

অত্যাধুনিক রাশিয়ান যু.দ্ধ.বিমান বি.ধ্ব.স্ত, ক্রু নি.হ.ত

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৪ ১২:৫৫:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
28

রাশিয়ার অত্যাধুনিক এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটির আরোহী কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি।


নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ককেশাস পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান এসইউ-৩৪ বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে এবং এর আরোহী ক্রুর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।


রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, ‘নর্থ ওসেটিয়া-আলানিয়া প্রজাতন্ত্রে পাহাড়ি এলাকায় রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি এসইউ-৩৪ বিমান নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়।’


প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বিমানটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তস্থলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু নিহত হয়েছেন।’


অবশ্য বিমানটিতে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


উল্লেখ্য, অত্যাধুনিক সুখোই এসইউ-৩৪ ফাইটার জেট হচ্ছে সোভিয়েত-অরিজিন রাশিয়ান অল-ওয়েদার সুপারসনিক মিডিয়াম-রেঞ্জ ফাইটার-বোম্বার বিমান।


সিলেট প্রতিদিন / এআর


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি