মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

সিলেটে গরু ছি.ন.তা.ই.য়ে.র অভিযোগে একজন আ.ট.ক

  • প্রকাশের সময় : ১১/০৬/২০২৪ ০১:২০:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
107

সিলেটে গরু ছিনতাইয়ের অভিযোগে তোফাজ্জল হোসেন (২১) নামে একজনকে আটক করা হয়েছে।


সোমবার রাত ১০টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাছ থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।


সে তারাপুর চা বাগান এলাকার সেলিম মিয়ার ছেলে। বর্তমানে পীরমহল্লা এলাকায় বসবাস করে আসছিল।


জানা যায়, কোম্পানীগঞ্জ টুকরবাজার থেকে ৩ টি গরু নিয়ে সিলেট মেট্রো-ন-১১-১৬৮৬ নম্বরের একটি পিকআপ এয়ারপোর্ট থানার বাইপাস এলাকায় আসামাত্র ৪ টি মোটর সাইকেল পিকআপের পিছু নেয়। এসময় ৮জন ছিনতাইকারী ড্রাইভারকে হুমকি দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। ড্রাইভার কৌশলে দ্রুত গতিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশে নিয়ে আসলে পরিবহন শ্রমিকরা ১জনকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।


বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি