চির নিদ্রায় শায়িত হয়েছেন সিলেটে ভূমিধসে নিহত ৩জন। সোমবার রাত ৯টায় মহানগরীর চামেলীবাগ জামেয়া মসজিদে নিহতদের জানাজার নামাজ সম্পন্ন হয়।
পরে করিম উদ্দিনের পারিবারিক কবরস্থানে লাশ সমাহিত করা হয়। জানাজার নামাজে বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এক সঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো চামেলীবাগ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে টিলাধসে নিহত তিনজন ও আহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
সোমবার (১০জুন) সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয় বলে জানিয়েছেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
তিনি জানান, নিহত করিম উদ্দিনের পরিবারেরকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা ও করিম উদ্দিনের বড়ভাই রহিম উদ্দিনসহ আহত ৪জনকে দেয়া হয় ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এরআগে সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫ নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এতে তিনজন হয়েছেন। নিহতরা হলেন-আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও ১৫ মাস বয়সী শিশুসন্তান তানিম। এছাড়াও আহত হয়েছেন করিম উদ্দিনের বড়ভাই আগা রহিম উদ্দিনসহ ৪জন।