মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ছাতকে অ বৈ ধভা বে বালু উত্তোলন, আ ট ক ২

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৪ ০৭:১৭:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

ছাত‌কে চেলা ও মরা চেলা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ  ভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও একটি ষ্টীল বডির ইঞ্জিন নৌকা জব্দ ও ২ ব‌্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।


শ‌নিবার রা‌ত উপ‌জেলার ইসলামপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর বাবনগাঁও এলাকা থেকে ২ জনকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও ষ্টী‌লের নৌকা জব্দ করা হয়েছে। 


আটককৃতরা হলেন,কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রা‌মের আব্দুর রহিম  ছে‌লে মানিক মিয়া( ৫২) ও একই গ্রামের মৃত আনজু মিয়ার ছে‌লে চেরাগ আলী ( ৫২)।  ১৭ শত ফুটের ষ্টী‌ল নৌকায় ৮ শত ঘন ফুট বালু সহ নৌকা জব্দ করা হয়েছে। 


এ ঘটনায় এসআই ফরিদ উদ্দিন বাদী হ‌য়ে ৯ জুন বালু মহাল ও মাটি  ব্যাবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ (১) তৎসহ  পেনাল কোড ৪৩১ ধারায় এক‌টি মামলা ( নং ১২/১২১)  দায়ের ক‌রেন। 


ছাতক নৌ -পু‌লি‌শের ইনচার্জ আনোয়ার মিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন চেলা নদী‌তে একটি মহল রাতে অ‌বৈধভাবে ড্রেজার দি‌য়ে পাথর-বালু উত্তোল‌ন  করে বিক্রি করে যাচ্ছে।


এমন খবরের প্রেক্ষিতে নদীতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। রবিবার সকালে আটককৃতদের সুনামগঞ্জ আদাল‌তের মাধ্যমে জেল হাজতে পাঠা‌নো হ‌য়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি