ছাতকে চেলা ও মরা চেলা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও একটি ষ্টীল বডির ইঞ্জিন নৌকা জব্দ ও ২ ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।
শনিবার রাত উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেলা ও মরা চেলা নদীর বাবনগাঁও এলাকা থেকে ২ জনকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও ষ্টীলের নৌকা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের আব্দুর রহিম ছেলে মানিক মিয়া( ৫২) ও একই গ্রামের মৃত আনজু মিয়ার ছেলে চেরাগ আলী ( ৫২)। ১৭ শত ফুটের ষ্টীল নৌকায় ৮ শত ঘন ফুট বালু সহ নৌকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে ৯ জুন বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ (১) তৎসহ পেনাল কোড ৪৩১ ধারায় একটি মামলা ( নং ১২/১২১) দায়ের করেন।
ছাতক নৌ -পুলিশের ইনচার্জ আনোয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চেলা নদীতে একটি মহল রাতে অবৈধভাবে ড্রেজার দিয়ে পাথর-বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে।
এমন খবরের প্রেক্ষিতে নদীতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। রবিবার সকালে আটককৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।