মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

শাবিতে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৪ ০৮:০৭:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
33

গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় ভর্তি হয়েছে ১৩২৩জন শিক্ষার্থী। এতে ভর্তির হার ৮৪.৪৮শতাংশ।


শনিবার (৮ জুন) ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, আজ ৮ই জুন ১ম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে মোট প্যামেন্ট জমা দিয়েছে ১৩২৪জন। তবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ১৩২৩জনের। তারমধ্যে একজন মূল মার্কশিট দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেনি। 


সদস্য সচিব আরও জানান, এর আগে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬ জুন থেকে ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফি জমার স্লিপ দেখিয়ে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে বলা হয়। কাগজপত্র জমা দিয়ে অরিজিনাল ডকুমেন্টস জমা দেওয়ার রিসিপ্ট সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে বলা হয় তাঁদের।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি