মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

আম চাষিদের জন্য পুরস্কার ঘোষণা করলেন ব্যারিস্টার সুমন

  • প্রকাশের সময় : ০৭/০৬/২০২৪ ১১:৫১:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দুই লাখ উন্নত জাতের আম গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজ নির্বাচনী এলাকাকে আমের রাজধানী বানাতে এবং গাছ লাগিয়ে তাপ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন তিনি।  


এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) থেকে চুনারুঘাট-মাধবপুরের বিভিন্ন স্থানে আম গাছের চারা বিতরণ করছেন তিনি। এর পাশাপাশি আম চাষিদের জন্য পুরস্কার ঘোষণাও করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

তিনি বলেন, ‘ভালো ফলনের দিক থেকে তিনজনকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। যার আম গাছে সবচেয়ে বেশি ফলন হবে তাকে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, এভাবে দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেয়া হবে।’ 


শুক্রবার (০৭ জুন) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডী ছড়া চা বাগানে শ্রমিকদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন তিনি। 


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি