অফিসে একটানা বসে কাজ করা সম্ভব না। মাঝে মধ্যেই আমাদের কাজের ডেস্ক ছেড়ে উঠতে হয়। কিন্তু অল্প সময়ের জন্য অফিস কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট করতে ইচ্ছা করে না। আবার হোয়াটসঅ্যাপ খোলা রাখা সব সময় নিরাপদ নাও হতে পারে।
একটি উপায়ে হোয়াটসঅ্যাপ চ্যাট নিরাপদ করতে পারেন। জেনে নিন উপায়।
কম্পিউটার বা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপটি খুলুন। তারপর কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে আসা ‘কিউআর’ কোডটি ফোন থেকে স্ক্যান করে নিন।
এবার থ্রি ডটে ক্লিক করে সেটিংস মেনুতে যান। এবার প্রাইভেসিতে গিয়ে স্ক্রিন লকে ক্লিক করুন। স্ক্রিনে আসা মেসেজবক্সে ক্লিক করুন। তারপর নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। নতুন পাসওয়ার্ড সেট করে নিন। নিরাপত্তার জন্য ছয়ের অধিক সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেওয়া ভালো। এবার কম্পিউটারে খুলে রাখা হোয়াটসঅ্যাপ কতক্ষণ পর ‘অটো লক’ হবে তা ঠিক করার অপশন পাবেন। আপনার সুবিধামতো সময় ঠিক করে দিন।
লক খোলার জন্য যা করতে হবে—
কম্পিউটার বা ল্যাপটপে খোলা হোয়াটসঅ্যাপের ডান দিকে থ্রি ডটে ক্লিক করে প্রাইভেসি অপশনে যান। তারপরে স্ক্রিন লক অপশনে গিয়ে ‘আন চেক’ করুন।