তৃতীয় ধাপে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টা চলে ভোটগ্রহণ।
পরবর্তীতে রাতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ীর নাম ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে নির্বাচন নিয়ে ১২ হাজার ১৯৭টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭৭ভোট।
এই উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন।