কানাডার টরেন্টো শহরে বসবাসরত কানাইঘাট উপজেলাবাসীকে নিয়ে যাত্রা শুরু করেছে ‘কানাইঘাট এসোসিয়েশন অব টরোন্টো’। এসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় (২৭ মে) স্থানীয় রেড হট রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় টরোন্টোতে বসবাসরত কানাইঘাট উপজেলার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবীণ মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেইন চতুলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতবাক ইউনিয়নের বারবার নির্বাচিত সদস্য মঈন উদ্দিন মনই মেম্বার ও বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি আ ন ম ইউসুফ।
সভায় সর্বসম্মতিতে কামরুল ইসলাম এডভোকেটকে আহ্বায়ক ও আশরাফুজ্জামান সেবুলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ হলেন- শরিফ উদ্দিন নাহিদ, হাফিজ জয়নাল আবেদীন, সিদ্দীক আহমদ খান, ইফতেখার শাওন ও কামরুল ইসলাম সুমন প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সুদুর প্রবাসে নিজস্ব কমিউনিটির মাঝে ভাতৃত্ববোধ জাগ্রত করতে কানাইঘাট এসোসিয়েশন অগ্রণী ভুমিকা পালন করবে। একই সাথে কানাইঘাটের আর্ত সামাজিক উন্নয়নে আমরা কার্যকর উদ্যোগ নিতে পারবো।