শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৪ ১২:৩৩:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
52

গত বৃহস্পতিবার (৯ মে) ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশ্যে যাত্রা করে। এই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা।


এদিকে হজ অফিস সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) পর্যন্ত সর্বমোট ৯ হাজার ৪৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।


রবিবার (১২ মে) হজ অফিসের দেওয়া তথ্যে জানা যায়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৩৭ জন সৌদি আরব পৌঁছেছেন।


বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ২৪টি ফ্লাইটে যাত্রীরা পৌঁছেছেন সৌদি আরব। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৯টি ফ্লাইটে ৩ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৫টি ফ্লাইটে ২ হাজার ৯৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০টি ফ্লাইটে ৩ হাজার ৬৩৯ জন হজযাত্রী।


হজ অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ হাজার ২৫১টি ভিসা ইস্যু করা হয়েছে।


উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন। এক্ষেত্রে হজযাত্রীদের প্রথম ফিরতি হবে ফ্লাইট ২০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ২২ জুলাই।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি