রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
সাইক্লোনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

‘লেখালেখি চর্চা পাশাপাশি বই পড়াকে প্রাধান্য দিতে হবে’

  • প্রকাশের সময় : ০৩/০৫/২০২৪ ১২:১২:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
70

লেখালেখি চর্চার পাশাপাশি বই পড়াকে প্রাধান্য দিতে হবে। নবীন লেখকদের লেখা নিয়ে যতো বেশি আলোচনা-সমালোচনা হবে নবীন লেখকরা ততো বেশি সমৃদ্ধ হবে। তবে সাহিত্য সমালোচকদের আলোচনা সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।


সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‌‘পূণর্মিলনী’ আলোচনা সভায় বক্তারা একথা বলেন। গত সোমবার সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সাইক্লোনের ২৭৯তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক আবদুল বাতিন ফয়সল।


সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনা অংশ নেন, মেট্রোপলিটন ল কলেজের প্রিন্সিপাল ড. শহিদুল ইসলাম এডভোকেট, সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল, কবি বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু,  সাইক্লোনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ফ্রান্স প্রবাসী লেখক লিটল ম্যাগ আগর সম্পাদক সোহাইল আহমদ, কবি সাইফুল আলম পারুল, কবি ইশরাক জাহান জেলী ও কবি সেনোয়ারা আকতার চিনু।


কবি মাজাহারুল ইসলাম মেননের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন, রিপন মিয়া, সাজাদ আহমদ সাজু, কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল প্রমুখ।


সঙ্গীত পরিবেশনা করেন প্রভাষক বিমান বিহারী বিশ্বাস ও ওমর ফারুক।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি