শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

রং-বে'রং

  • প্রকাশের সময় : ০২/০৫/২০২৪ ০৩:০৫:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
116

মোঃ কাওছার আলম


রং-এ রং-এ মিলে মিশে

রংধনুর হয় সাত রং।

আরো কত রং আছে 

জানে না তো এ মন।


মানুষের মনে হয় 

নানা রং এর চাষ।

যে রং এর নেই কোন

তুলি কিংবা ক্যানভাস।


যে রং দেখা যায় না চোখে

পাওয়া যায় মনের গহীনে এঁকে।

রংধনুর সাত রং মিলে হয় সাদা

বুঝিনা এ কেমন রং এর গোলক ধাঁধা।


প্রভাত রবি, আঁকে ছবি, 

গগন হয় রক্ত-লাল।

রক্ত ঝড়ে, কত মানুষ মরে, 

ধরণী হয় টাল মাটাল।


এই দুনিয়ার রং এর 

খেলা চলবে কত কাল?

রং এর খেলায় মেতে উঠে 

মানুষ হল আজ পঙ্গপাল।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি