শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

আয়েশা মুন্নি’র অনাকাঙ্ক্ষিত বিসর্জন

  • প্রকাশের সময় : ০১/০৫/২০২৪ ১০:৪১:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: কবি আয়েশা মুন্নি
Share
97

অনাকাঙ্ক্ষিত বিসর্জন

যার কথা খুব ফলে যায় এমন এক জ্যোতিষী হস্তরেখা দেখে ছেলেটিকে বলেছিল--


একজন নারী তোমার হবে, শুধু তোমার। তারপরই "সফল হবে তুমি"।


অতঃপর...


ছেলেটি নারীটির আঙুল স্পর্শ করে বলেছিল--


এটা বিশ্বাস।


হাতে হাত রেখে বলেছিল--


এটা ভালোবাসা।


কপোলে গভীর চুম্বন এঁকে বলেছিল--


এটা প্রেম।


ছেলেটি তার বাহুডোরে বুকে আবদ্ধ করে বলেছিল--


এটা তোমার ঘর।


এবং বলেছিল এই বুকে আর কারো ঠাঁই হবে না। বলেছিল তোমার স্থান আর কাউকে দেয়ার প্রশ্নই আসে না।


বলেছিল-- আমৃত্যু বেঁচে থাকবে আমাদের পবিত্র সম্পর্ক।


তারপর...


ছেলেটি একটি নিজস্ব বৃক্ষ চাইলো, ছায়াময় বৃক্ষ।


নারীটি তখন ঠাঁয় দাঁড়িয়ে গেল


মাটিতে পা পুঁতে দিয়ে ছেলেটির বৃক্ষ হয়ে!


ছেলেটি ডালে বসে তার জীবনের বিষাদ গাঁথা গেয়ে গেল আর নারীটি পাতার শিরায় শিরায় লিখে রাখলো বিষাদ অরণ্য কাব্য,যাতে সে মুছে দিতে পারে একে একে ছেলেটির সকল দুঃখবোধ।


ছেলেটির এবার পাখি হবার সাধ জাগলো


ছেলেটি জানতো, নারীটির বুকেই তার জন্য আকাশ পাতা ছিল। নারীর বুকের জমিনে কিছুদিন ইচ্ছেমতো উড়াউড়ি করে ছেলেটি অসীম দিগন্তে উড়াল দিল।


উড়তে উড়তে একটা ঝর্ণার কাছাকাছি পাহাড়ের চূড়ায় উঠে নারীটিকে বলল, তুমি ঝর্ণার জলে মিলেমিশে কাঁদো, কেঁদে কেঁদে তোমার চোখের জলে আর নদীর জলে মিলেমিশে সাগরে গড়িয়ে যেয়ো।


-------শুভ বিদায়।


তোমার সবটুকু বিশ্বাস চুষে নিংড়ানো আমার শেষ!


আমি এখন সফল পুরুষ।


ছেলেটি নতুন জনে নতুন স্বপ্নে বিভোর হয়ে পাষাণ হলো। নারীটি সাগরের বিশালতা বুকে ধারণ করে প্রকৃতির কাছে বিলিন হলো।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি