শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

উপশহরে ভাঙ্গারীর গোডাউনে অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : ১৯/০৪/২০২৪ ০৬:২০:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ফাইল ছবি
Share
64

সিলেট মহানগরীর উপশহরে একটি ভাঙ্গারীর দোকানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে গেছে গোডাউনে থাকা সমস্ত মালামাল। এতে পথে বসেছেন ওই দোকানী।


বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর উপশহরের এইচ ব্লকের ৩ নম্বর রোডের রিমা স্টোর নামক ভাঙ্গারীর দোকানের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার ষ্টেশন ও দক্ষিণ সুরমা ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ক্ষতিগ্রস্থ রিমা স্টোর নামক ভাঙ্গারীর দোকানের গোডাউনের দ্বায়িত্বে থাকা মোঃ ছাওয়াল মিয়া জানান- আমরা ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম। রাতে গোডাউনে হঠাৎ ধোয়া উড়তে দেকে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। আমরাও খবর পেয়ে গোডাউনে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা পথে বসে গেছি।


বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন জানান- রাত দুইটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সিলেট ফায়ার ষ্টেশন ও দক্ষিণ সুরমা ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি