শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
পৃথক অভিযানে গ্রেফতার ৪

সিলেটে ঈদের দিনও থেমে নেই চোরাচালান

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৪ ১০:২০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে বিভিন্ন চোরাই পথে আসছিল ভারতীয় পণ্য। বেশ কয়েকবার গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পণ্যসামগ্রী জব্দ ও চোরাকারবারিদের গ্রেফতার করে।তবুও থেমে নেই চোরাচালান।


ঈদের আগের বুধবার রাত ও ঈদের দিন বৃহস্পতিবার (১১এপ্রিল) পৃথক অভিযান চালিয়ে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ৬৯ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করে। এসময় চার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১০ এপ্রিল)বিকাল সাড়ে পাঁচটার দিকে মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ রাস্তার প্যারাইরচক পয়েন্ট থেকে ৪৫ লাখ ৩০ হাজার টাকার চিনি জব্দ করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করে পুলিশ।


এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- আবু বক্কর (২৪), মো. শরীফ আহমদ (৩৩), মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া (৩৮), মো. ইমামুল ইসলাম (২১)।


গ্রেফতারকৃদের বিরুদ্ধে দুইটি মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।


পরদিন বৃহস্পতিবার (১১এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামন থেকে ৪০০ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার গড়ের কান্দা এলাকার শাবুর আলী ঢালীর ছেলে মো.মশিয়ার ঢালী (৪২), একই পৌরসভার পলাশপুর এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো.আব্দুল আলীম (৩৮)।


গ্রেফতারকৃদের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি