সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনিসহ চার চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল)বিকাল সাড়ে পাঁচটার দিকে মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ রাস্তার প্যারাইরচক পয়েন্ট থেকে এসব চিনি জব্দ করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- আবু বক্কর (২৪), মো. শরীফ আহমদ (৩৩), মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া (৩৮), মো. ইমামুল ইসলাম (২১)।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে দুইটি মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।