রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে রাস্তার পাশ থেকে র’ক্তা’ক্ত মরদেহ উ’দ্ধা’র

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৪ ০৩:৫৮:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
71

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ-কাঠালবাড়ী রাস্তার পাশের খাল থেকে বাবুল ইসলাম বাবলু (৪৮) নামের একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।


শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।


এদিকে, বাবুল ইসলামের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তার ব্যবহৃর মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্স ভাঙ্গা এবং তার মাথায় জখম ও পা ভাঙ্গা অবস্থায় গাছের পাশে খালের পানিতে পাওয়া যায়। 


পরিবারের দাবি-কেউ পরিকল্পিত ভাবে বাবুলকে হত্যা করেছে।


কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ জানান, সকাল সাড়ে ৬টায় একটি মোটরসাইকেল দুর্গটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে- দুর্ঘটনা। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।


কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা। লাশের সুরতহাল প্রতিবেদন করে  পোস্টমর্টেমের জন্য  সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি