দীর্ঘ ১ বছর পর আবারও ফিরে আসছে পবিত্র ঈদুল ফিতর। মাস ব্যাপী সিয়াম সাধনা রোজা পালনের পর মুসলিমদের প্রথম সর্বোচ্চ ধর্মীয় উৎসব হচ্ছে এই ঈদুল ফিতর। এই আনন্দ উৎসব দিনটিতে যদি বৃস্টি হয় তাহলে তো খারাপ লাগারই কথা তবে এবার সে শঙ্কা নেই।
ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সিলেটে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন সিলেটে বৃষ্টির কোনো আভাস নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে ঈদের পর দিন শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে।