মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

চাঁদ রাতেও সিলেটে জমজমাট ঈদ বাজার

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৪ ১২:৫৫:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি - আজমল আলী
Share
64

রাত পোহালেই পালিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদকে ঘিরে শেষ মূহুর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। তাদের পদভারে মুখরিত নগরীর সব মার্কেটসমূহ। চাঁদ রাতে যেন দম ফেলার ফুসরত পাচ্ছেন না ব্যবসায়ীরা। সিলেট নগরীর বিভিন্ন শপিংমল, বিপনীবিতানসহ বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্র দেখা যায়।


অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানেও ক্রেতার ভিড়। কেনাকাটাও বেশ জমজমাট। রাতে দিনে প্রায় ২৪ ঘণ্টা খোলা ছিল সব মার্কেট।


চাঁদ রাতেও যেন একই চিত্র দেখা যাচ্ছে সিলেট নগরীর বিভিন্ন বিপনী বিতান ও শপিংমলে। যেন হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। নগরীর ঐতিহ্যবাহী জিন্দাবাজার এলাকায় তিলধারণের ঠাঁই নেই। ক্রেতার ভিড়ে পা রাখার জো নেই। বিক্রেতারা মহাব্যস্ত ক্রেতাদের নিয়ে। ক্রেতারাও পছন্দের জিনিসটি কিনে নিচ্ছেন। শুরুতে দামদর করা হলেও এখন যেন তাও করার সময় নেই। বিক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য ছেড়ে দিচ্ছেন। আর ক্রেতারাও সাধ্যের মধ্যে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট। এর ফলে বেচাকেনায় নতুন গতি এসেছে। অভিজাত শপিংমলগুলোতেও ক্রেতার প্রচণ্ড ভিড়।


নগরীর সব মার্কেটে উপচেপড়া ভিড়। ক্রেতারা পছন্দের জিনিসটি কিনে নিতে এসব মার্কেটে ভিড় করছেন। সাধারণ মার্কেটগুলোতেও ক্রেতার কমতি নেই।


চাঁদরাতে কি শুধু পোশাক, জুতা, সাজসজ্জার জিনিসেই দোকানেই ভিড়? তা নয়। আতর, জায়নামাজ, টুপি কিনতে ভিড় করছেন ক্রেতারা।


এছাড়াও মুদি দোকানেও তেল, সেমাই, চিনি, দুধ, মসলা ও গরুর মাংস কেনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি