দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর খুশীর সওগাত নিয়ে মুসলিম উম্মাহর নিকট আগমন ঘটছে পবিত্র ঈদুল ফিতর। শুভ এই ক্ষণে সিলেটবাসীকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সকল ভেদাভেদ দূর করে মানুষে মানুষে মহামিলন ঘটায়। ধনী-গরীব, উচু-নিচু নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এসেছে সেই খুশির ক্ষণ। সবাই মিলেমিশে ঈদের খুশী উদযাপন করুন।
নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সহ দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ ‘গঠনে মহান আল্লাহর রহমতও কামনা করেন।