রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

কুলাউড়ায় স.ন্ত্রা.সী হা ম লা য় ছাত্রলীগের সাবেক সভাপতি আহত

  • প্রকাশের সময় : ০৩/০৪/২০২৪ ১২:৪৭:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
70

কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মুমিম জাহেদ।


রোববার বিকেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় আব্দুল মুনিম জাহেদ বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে অঙ্গাতনামা ৩/৪ জন দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।


মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে কুলাউড়া থেকে জাহেদ মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে রাউৎগাঁও স্থানীয়ও পীরের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মামলার প্রধান আসামি সোহেল আহমেদ ও  ৩/৪ জন তার মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই জাহেদ'কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর শুরু করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


অভিযুক্ত সোহেল আহমেদ বলেন মারামারি বিষটা সত্য কিন্তু আমি মারি নি সে আমাকে আগে মেরেছে পরে আমরাও তাকে মেরেছি। 


রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ  বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। জাহেদ আমাকে মৌখিক অভিযোগ করছেন পক্ষ আসলে বিষয়টি সমাধানে চেষ্টা করবো। 


কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশানু বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি