শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ছাতকে সড়ক দু.র্ঘ.ট.না.য় গৃহবধূ নি হ ত

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৪ ১০:৪৬:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
58

ছাতকে মৃত স্বজনকে শেষ দেখা দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহেলা বেগম সিলেট সদর উপজেলার মোগলাগাঁও ইউনিয়নের ধুমখাল (আলী নগর) গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। 


প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নেরর দেওয়ান নগর গ্রামে এক নিকটাত্মীয়র মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মতো এক নজর দেখতে রাহেলা বেগম সিলেট থেকে একটি সিএনজি (অটোরিকশা)যোগে রওয়ানা দেন। দুপুর প্রায় ১ টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও সড়ক মুখে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর এক সিএনজি (অটোরিকশা) এর সাথে ধাক্কা লাগে। এতে তাদের সিএনজি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে যাত্রীদের উদ্ধার করেন।


উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে রাহেলা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিকটস্থ ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি