সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সৌদি প্রবাসীর উদ্যোগে একসাথে ৪ হাজার মানুষের ইফতার

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৪ ০৭:৩০:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
69

উন্মুক্ত মাঠে সাজিয়ে রাখা হয়েছে রকমারি ইফতারি। আসরের নামাজের পর থেকেই লাইন ধরে বসে যান ইফতার করতে আসা মানুষজন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন বাড়তে থাকে। ঘড়ির কাঁটা সাড়ে পাঁচটা পেরোতেই ইফতারের দায়িত্বে থাকা মানুষ ইফতারের প্লেট দিতে শুরু করেন সবার হাতে হাতে। এ যেন এক সৌহার্দ্য সম্প্রীতির মিলনমেলা। 


মঙ্গলবার (২ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া(ঘরুয়া) মাঠে এই চিত্র দেখা গেছে। আসরের নামাজের পর থেকে শুরু হয় কর্মযজ্ঞ আয়োজকরা প্লেটে প্লেটে ইফতার সামগ্রী রাখা শুরু করেন। ইফতারের এমন মিলনমেলার আয়োজন করেছিলেন ডুংরিয়া  (ঘরুয়া) গ্রামের সৌদি প্রবাসী নবী হোসেন৷ 


এ ব্যাপারে সৌদি প্রবাসী নবী হোসেনের ভাতিজা শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, আমার চাচা দীর্ঘবৎসর যাবৎ সৌদিতে আছেন। আজ উনার উদ্যোগে পুরো ডুংরিয়া গ্রামের ৩-৪ হাজার মানুষ একসাথে ইফতার করেছেন৷ ইফতারে মানুষের অংশগ্রহণ মিলনমেলায় রূপ নেয়। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন৷


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি