শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ‌‌‌বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৪ ০২:৫৩:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
39

দক্ষিণ সুরমায় ‌‌‌‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে সভায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


সভায় দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মো. আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি