শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

ভোলাগঞ্জ সড়কে টুরিস্ট বাস উল্টে অর্ধশত আহত

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৪ ০২:২৪:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
55

সিলেটের ভোলাগঞ্জ সড়কে সাদাপাথর পরিবহন নামের একটি টুরিস্ট বাস উল্টে অন্তত অর্ধশত পর্যটক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেটের ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পরিবহন নামে বাসটি অন্তত অর্ধশত পর্যটক নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরের আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এর আগে স্থানীয়রাও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম সিলেট প্রতিদিনকে বলেন, আম্বরখানা থেকে সিলেট মেট্রো জ ১১- ০০৪০ নাম্বারের গাড়িটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন।


সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. নুনু মিয়া বলেন, পর্যটকবাহী বাস উল্টে বাসটিতে থাকা প্রায় সব যাত্রী আহত হয়েছেন।  তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে পেয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি