রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

আগুনে পু ড় লো লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৪ ১১:৩৩:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
79

রাজধানীর ডেমরার কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাস আগুনে পুড়ে গেছে।


সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে বাসগুলোর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডেমরার ধার্মিক পাড়ার একটি গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুনের খবর পাওয়া যায়। দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও কয়েকটিসহ পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম দোলন।


সিলেট প্রতিদিন / এসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি