রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ঈদের ছুটি ৯ দিন আরব আমিরাতে

  • প্রকাশের সময় : ০১/০৪/২০২৪ ০২:০৪:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

চাঁদ দেখা যাক বা না যাক ঈদের ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত। এবার মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতর পালনের অপেক্ষা। হিজরি সন অনুযায়ী পবিত্র রমজান ২৯ বা ৩০টি হয়ে থাকে। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা গেলেই শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। 


খালিজ টাইমস জানিয়েছে, আমিরাত সরকার দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকার দুই দিনের সাপ্তাহিক ছুটি ধরে ঈদে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করেছেন। এর মধ্যে ঈদের ছুটি রয়েছে ৭ দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি